জমকালো আয়োজনে প্রথম সমাবর্তন অনুষ্ঠান করবে ফেনী বিশ^বিদ্যালয়
- Updated Sep 21 2023
- / 247 Read
নিজস্ব প্রতিবেদক:
ফেনী বিশ^বিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিয়েছেন।
বুধবার দুপুরের দিকে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ, ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলমসহ কলেজের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ফেনী বিশ^বিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম সমাবর্তন অনুষ্ঠান। এ অনুষ্ঠানকে ঐতিহাসিক ও মুগ্ধকর এবং মাইলফলক করতে নানা বিষয় সংযোজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও এমেরিটাস অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, বুয়েট এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ইউজিসি এর সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু তাহের।
আলোচনা শেষে দেশের খ্যাতিমান ব্যান্ড দল ‘শিরোনামহীন’ এর উপস্থাপনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান মঞ্চায়িত হবে। অনুষ্ঠানটি সর্ব সাধারণের জন্য উম্মুক্ত রাখবে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত